সোনাগাজী পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ

সোনাগাজী প্রতিনিধি, ফেনী: সোনাগাজী পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হোসেন। শনিবার সকালে উপজেলা নির্বাচন কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে সকল প্রার্থীর উপস্থিতিতে প্রতিক বরাদ্ধ সম্পন্ন হয়। জানা যায়, প্রথমবারের মত দলীয় প্রতিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারনে আ’লীগ মনোনীত এড. রফিকুল ইসলাম খোকন কে নৌকা, বিএনপি মনোনীত জামাল উদ্দিন সেন্টুকে ধানের শীষ, জাতীয় পার্টির মজিবুর রহমান মানিককে লাঙল, স্বতন্ত্র প্রার্থী শেখ সেলিমকে জগ, আবু নাসেরকে মোবাইল, নাছির উদ্দিন রিপনকে কম্পিউটার প্রতিক দেয়া হয়। এছাড়াও সংরক্ষিত ৫ নারী কাউন্সিলর ও ২৭ সাধারন কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হয়। প্রতিক বরাদ্ধের মাধ্যমে ২০মার্চ অনুষ্ঠিতব্য সোনাগাজী পৌর নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু।

Comments (0)
Add Comment