সৈয়দ মনির আহমদ, ফেনী: সোনাগাজী পৌর নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১০ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। জানা যায়, শুক্রবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত সংরক্ষিত ২নং ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী দিল আফরোজ , ১নং ওয়ার্ডের আবদুল হক সেলিম ও মোশারফ হোসেন আলমগীর, ২নং ওয়ার্ডের নাছির উদ্দিন অপু, ৩নং ওয়ার্ডের এমদাদুল হক ভুঞা, ৪নং ওয়ার্ডের নিজাম উদ্দিন ও আবদুল হক, ৬নং ওয়ার্ডের আবু তাহের, ৮নং ওয়ার্ডের আবুল বাশার ও নুরুল করিম সাইফুল এবং ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হারুন মনোনয়ন প্রত্যাহার করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা মাইনুল হক জানান, সংরক্ষিত ৪,৫,৬,নং ওয়ার্ডে দিল আফরোজ বেগম তার মনোনয়ন প্রত্যাহার করায় বিবিয়া বেগম ও ৩নং ওয়ার্ডের আ’লীগ সমর্থীত প্রার্থী আবদুল হালিম সোহেলের মনোনয়ন বাতিল হওয়ায় বিএনপি সমর্থীত প্রার্থী ইমাম উদ্দিন নির্বাচিত হয়েছেন। মেয়র পদে প্রার্থীর মনোনয়ন বহাল রয়েছে।