স্বীকারোক্তি
সঞ্জয় কুমার মল্লিক।
আমি আামাতে বিস্তৃত
সহজ সরল এক আবেগী
দায়িত্বের দ্বারে দাড়ানো
রামের ভ্রাতার মতন।
আমি হৃদয় উজাড় করে
সবটুকু দিতে পারা এক
ভালবাসার সৈনিক,
আমি মরুর বালুকারাশি,
সূর্যের তাপে উত্তপ্ত
হতে পারি দৈনিক।
আমি আমার মাঝে
জ্বলতে জানি,
অন্যেরে নিভাই,
আমি পথ ভুলতে জানি –
অন্যেরে পথ দেখাই।
আমি পিতা আমি পুত্র,
আমি প্রেমিকজন
আমি ভ্রাতা বন্ধু সজন ,
আমি সুহৃদ দৌহিত্র।
আমি কেঁদে হাসাতে জানি
আমি দিতে জানি প্রেম,
ভালবাসা স্নেহ মায়য়া মমতা,
করতে পারি লেনদেন।
আমি জ্বলতে জানি
জ্বালতে হৃদয়ে আলো,
আমি আমাতে মহান
সৃষ্টিকর্তার দান –
আমি সবারই চাই ভালো।
বিডিপত্র/সাহিত্য