হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় ফল ক্রয়কে কেন্দ্র করে ৮ গ্রামের সংঘর্ষে ৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। রোববার সকাল ১১টা থেকে দুপুর ২ পর্যন্ত এ সংঘর্ষ হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে ফল ক্রয় নিয়ে উপজেলার পূর্ব সিংহগ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. শাহজাহানের সঙ্গে তেঘরিয়া গ্রামের জাকিরের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার তেঘরিয়া, সিংহগ্রাম, বুল্লা, শালডিকা, ধর্মপুর মশাদিয়াসহ ৮ গ্রামের লোকেরা দুইভাগে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিংহগ্রামের কদম আলী (৫০) ও বকুল মিয়া (২৫) নিহত হয়। তবে শালডিকার গ্রামবাসী দাবি করেছেন তাদের গ্রামের ইমরান মিয়াও (২৬) এ সংঘর্ষে নিহত হয়েছেন।

এ ছাড়া রমজান মিয়া, কবির মিয়া, কাজল মিয়া, আসগর আলী, বাদল, ফারুক মিয়াসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। এরমধ্যে গুরুত্বর আহতদেরকে হবিগঞ্জ ও সিলেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, কদম আলী ও বকুলের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

Comments (0)
Add Comment