হাইতির উত্তর উপকূলে শনিবার রাতে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।
ওই ভূমিকম্পের আঘাতে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৮টা ১১ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে।এর গভীরতা ছিল ৭ দশমিক ৩ মাইল।