হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত

 দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে বিবিএ’র ছাত্র জাকারিয়া জাকি ও মাষ্টার্স এর ছাত্র মিল্টন নামে ২ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে শিক্ষকসহ আরও ১০ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ে ভেটেনারী অনুষদের প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান চলাকালীন সময়। বিশ্ববিদ্যালয় থেকে বিতারিত ছাত্রলীগের একটি গ্রুপ রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর শুরু হয় এ সংঘর্ষ। এ সংঘর্ষ চলে ১০টা পর্যন্ত। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে বিবিএ’র ছাত্র জাকারিয়া জাকি এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মাষ্টার্স এর ছাত্র মিল্টন নিহত হয়। এ ঘটনায় আহত হয় শিক্ষক প্রফেসর ফজলুল হক,শিক্ষার্থী বজলুর রশিদ,জাহিদসহ কমপক্ষে ১০ জন। পরিস্থিতি এখনও থম থমে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের ঘটনা স্বীকার করেছেন দিনাজপুর পুলিশ সুপার রুহুল আমিন।

Comments (0)
Add Comment