পুলিশ সূত্রে জানাগেছে, দেশ জুড়ে জঙ্গী হামলা ও নাশকতার পরিকল্পনা নিয়ে সাদিয়া আফরোজ নিনা ১০/১২ জন জেএমবি’র সদস্য নিয়ে তার বাড়িতে গোপন বৈঠক করছে। লালমনিরহাট ডিবি পুলিশ ও হাতীবান্ধা থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে সাদিয়া আফরোজ নিনাকে আটক করতে পারলেও বাকি সদস্যরা পালিয়ে যায়।
আটককৃত সাদিয়ার কাছ থেকে তিনটি মোবাইলসেট উদ্ধার করা হয়। যেখানে মানসিক উত্তেজনা কর ও বিভিন্ন দেশের মুসলিমদের জখমের ছবি, আগ্নেয়অস্ত্র ব্যবহারের ফুটেজ ও বিভিন্ন জঙ্গী নেতাদের ছবি ও তাদের বক্তব্যের ফুটেজ পাওয়া গেছে। সেই সাথে তার মুঠোফোনে টেলিগ্রাম, অরবিট, অরফক্স নামে তিনটি অ্যাপস (ফিচার) আছে। এসব অ্যাপস ব্যবহার করে ওইসব ছবি ও ভিডিও ফুটেজের মাধ্যমে জঙ্গি সদ্যদের উদ্বুদ্ধ করে অভিযুক্ত সাদিয়া আফরোজ নীনা দেশের অভ্যান্তরে নাশকতা চালানোর পরিকল্পনা করে আসছে বলে অভিযোগ পুলিশের।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ‘গ্রেফতারকৃত সাদিয়া আফরোজ নীনা নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি’র একজন সক্রিয় সদস্য। তার তিনটি মোবাইল ফোনে মানসিক উত্তেজনা কর ছবি ও ফুটেজসহ জঙ্গিদের সাথে যোগাযোগ স্থাপন সংক্রান্ত বিভিন্ন অ্যাপস পাওয়া গেছে।” বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।