হারাগাছে মেয়রের পাট বীজ বিতরণ


মঞ্জুরুল হাসান (বুলেট), বিশেষ প্রতিনিধি রংপুর:
হারাগাছ পৌরসভার বাংলাদেশ সরকার কর্তৃক কৃষি মন্ত্রনালয় বরাদ্দ পাট বীজ পৌর হলরুমে গতকাল বিতরণ করেন
হারাগাছ পৌর মেয়র হাবিবুর রহমান মাস্টার এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র রমজান আলী
বাবুল, কাউন্সিলর মাহবুবর রহমান, মামুনর রশিদ, লতিফুজ্জামান চার্চিল, মোতাচ্ছেম বিল্লাহ, আব্দুর রউফ প্রমুখ।
দেশের ক্রান্তিকাল মুহুর্তে শোনালী আশ নামে খ্যাত পাটের বীজ হারাগাছ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫০ জন
কৃষকের মাঝে তুলে দেন।

Comments (0)
Add Comment