হালুয়াঘাটের নারিশ কোম্পানির ১৫৫ বস্তা পল্ট্রি মুরগীর খাদ্য জব্দ

ভ্রাম্যমান প্রতিনিধি হালুয়াঘাট ময়মনসিংহ: হালুয়াঘাটের নারিশ কোম্পানির ১৫৫ বস্তা পল্ট্রি মুরগীর খাদ্য চোরাই সন্দেহে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। জানা যায় রবিবার সকালে একটি ট্রাক ভর্তি পল্ট্রি মুরগীর খাদ্যের বস্তা উপজেলার গাঙ্গিনার পাড় গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র মোঃ এরশাদ আলীর রাইছ মিলের একটি ঘরে ঢুকানোর সময় এলাকাবাসীর নজরে পড়ে। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ দেখা দেয় এবং এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। সংবাদ পেয়ে এ.এস.আই ইসমাইল ঘটনা স্থলে গিয়ে ঘরের ভিতরে রাখা বস্তাগুলো দেখে ঘটনার সত্যতা পায়। পরে ওসি কামরুল ইসলাম মিয়া তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ১৫৫ বস্তা মুরগীর খাদ্য জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় সোয়া তিন লক্ষ টাকা বলে জানায় স্থানীয় পরিবেশক মোঃ নজরুল ইসলাম। এ দিকে মিল মালিক এরশাদ আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে ওসি মোঃ কামরুল ইসলাম মিয়া জানান, জব্দকৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

Comments (0)
Add Comment