ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় দুই তারকা হিতেন তিওয়ারি এবং গৌরি প্রধান বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করতে যাচ্ছেন। তবে ভক্তরা নড়েচড়ে বসার আগেই বলে দেয়া ভালো, এই বিচ্ছেদ তাদের বাস্তব জীবনে ঘটতে যাচ্ছে না, বরং নতুন এক শো ‘মেলা’তে এরকম কাহিনী নিয়ে আবির্ভূত হচ্ছেন খ্যাতনামা এই দুই তারকা। টেলিভিশনের সেরা জুটি হিতেন তিওয়ারি এবং গৌরি প্রধান মিনি টেলিভিশন সিরিয়ালে হাজির হচ্ছেন। মাত্র ১০ পর্বের এই ধারাবাহিকে এই জুটি বিচ্ছেদের জন্য আবেদন করবেন। এর আগে হিতেন এবং গৌরি সনি টিভির ‘কুটুম্ব’ ও একতা কাপুরের ‘কিউ কি সাস ভি কাভি বাহু থি’ নাটকে জুটিবদ্ধ হয়েছেন। উল্লেখ্য, হিতেন তিওয়ারি এবং গৌরি প্রধান ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং এই সুখী তারকা দম্পতির দুজন জমজ সন্তান রয়েছে।