স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ভাবে দেওয়া ভিজিএফের চাল ভাগ করে নেওয়াকে কেন্দ্র করে পিতা ও ছেলের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এর এক পর্যায়ে পিতা তার ছেলেকে থাপ্পর মারে পরে ছেলে আলাউদ্দিন বাড়ির উঠানে পড়ে থাকা শাবল দিয়ে তার পিতা আব্বাস উদ্দিনের মাথায় আঘাত করে। এতে সে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়। সাথে সাথে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ডাক্তারগন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার বিকেলে ফুলবাড়ি-রংপুর মহাসড়কে সে মৃত্যুবরন করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) এমরানুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল হতে হত্যাকান্ডে ব্যাবহৃত শাবলটি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই ছেলে আলাউদ্দিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে তা ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হবে।