হিলিতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ

লুৎফর রহমান, হিলি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের আহ্বানে সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিলি হাকিমপুর উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও কার্যালয় প্রাঙ্গনে এসে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন সরকারের সভাপতিত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা ছাত্রলীগের কার্যালয়ে এসে একত্রিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, হিলি হাকিমপুর পৌর সভার মেয়র মো. জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মো: এমদাদুল হক চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, আওয়ামীলীগ নেতা, সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ, হাকিমপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: হারুন উর রশিদ হারুন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: আমিরুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক এমদাদুল মলি­ক টগর পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান উজ্জল, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ তারিকুল সরকার, সহ-সভাপতি মো. হাসিবুল হাসান জন ,সাধারন সম্পাদক অনিক সরকার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: কাহের উদ্দিন, সম্পাদক মো: ছদরুল ইসলাম পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: আতাউর রহমান কাজল, সাধারন সম্পাদক মো: রাজু আহাম্মেদ যুগ্ম-সাধারন সম্পাদক কৌশিক চৌধুরীসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. মাহাবুব হোসেন।

Comments (0)
Add Comment