হোমনায় জনতা ব্যাংক দুলালপুর শাখা ব্রাঞ্চের উপজেলা গ্রাহক শ্রেষ্ঠত্ব¡ নির্বাচন

হোমনা প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লার হোমনায় জনতা ব্যাংক দুলালপুর শাখা ব্রাঞ্চের উপজেলা গ্রাহক শ্রেষ্ঠত্ব¡ নির্বাচিত হয়েছে।
উপজেলার ৩নং দুলালপুর ইউনিয়ন এর অন্তর্গত চন্ডিপুর গ্রামের মো. কামরুল হাছান (দুলালপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা) এক্সপ্রেস মানি (গ্লোবাল মানি ট্রান্সফার) কর্তৃক ঘোষিত উপহার মেলার লটারি ড্রয়ের মাধ্যমে হোমনা উপজেলার জনতা ব্যাংক দুলালপুর শাখা ব্রাঞ্চের পক্ষে উপজেলার মধ্যে গ্রাহক শ্রেষ্ঠত্ব অর্জন করে। জানা যায়, গত ১৬/১২/২০১৪ইং সনের জনতা ব্যাংক এক্সপ্রেস মানি (গ্লোবাল মানি ট্রান্সফার) কর্তৃক ঘোষিত বৈদেশিক রেমিট্যান্স এর মাধ্যমে গ্রাহকদের প্রেরণার লক্ষ্যে লটারি ড্রয়ের আয়োজন করা হয়। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৯৭টি পুরস্কার (মেঘা পুরস্কার ১টি মটর সাইকেল, ১৬টি টেলিভিশন, ৮০টি মোবাইল) ঘোষণা করা হয়।
গত মঙ্গলবার হোমনা উপজেলার ৩নং দুলালপুর ইউনিয়ন অন্তর্গত চন্ডিপুর গ্রামের মো. কামরুল হাছান (দুলালপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা) দুলালপুর জনতা ব্যাংক লি. শাখা এর ব্যবস্থাপক জনাব মো. তফাজ্জল হোসেন এর নিকট থেকে টেলিভিশন (২১”কালার টেলিভিশন)পুরস্কার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মো. মোকবুল হোসেন (সিনিয়র অফিসার), খাইরুল ইসলাম (অফিসার ক্যাশ) আক্তারুজ্জামান (পল্লী ঋণ অফিসার), আব্দুস সোবহান, পলাশ ঘোষ, ব্যাংক বিল্ডিং এর মালিক মো. জালাল উদ্দিন সরকার, ইউপি সদস্য মো. মোশারফ হোসেন, শিক্ষক ডালিম প্রমুখ।

Comments (0)
Add Comment