হোসেনপুরে একুশে ফেব্রুয়ারি উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ এখলাছ উদ্দিন(রিয়াদ) কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা হল রুমে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপনের এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ই ফেব্রুযারী বিকাল সাড়ে চারটায় উপজেলা প্রসাশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউল আলম। অমর একুশে ফেব্রুয়ারি উদযাপনের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা আওয়ামী সহ-সভাপতি নূন মিয়া, হোসেনপুর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক শাহমাহবুবুল হক, হোসেনপুর উপজেলা বাইচ চেয়ারম্যান নুরুল আমিন পারভেজ, হোসেনপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা মৎস অফিসার মোঃ এমরুল হোসাইন, উপজেলা যুবউন্নয়ন অফিসার আবুল কাশেম, উপজেলা নির্বাচন অফিসার ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার দিলীপ দে, উপজেলা থানা কর্মকর্তা, হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সালাম, সাংবাদিক এস এম তারেখ নেওয়াজ, মোঃ এখলাছ উদ্দিন(রিয়াদ)সহ আরো অনেকেই। উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহমাহবুবুল হক, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ-বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, প্রদীপ কুমার। আলোচনাসভায় সবার অনুমতি ক্রমে একটি একুশে বই মেলার প্রস্তাবনা তুলে ধরেন সাংবাদিক এস এম তারেখ নেওয়াজ । প্রায় ঘন্টাব্যাপি এই আলোচনা সভায় ২১ শে ফেব্রুয়ারিতে কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা হবে বলে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

Comments (0)
Add Comment