হোসেনপুরে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরন

 

এখলাছ উদ্দিন রিয়াদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষি বিভাগের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে।এ উপলক্ষে সোমবার (৪ মে) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত সার ও বীজ বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আহম্মদ। বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোঃ আযুব আলী,উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জহিরুল ইসলাম নুর মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক ও সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান কাঞ্চন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার,মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, উপজেলা ই-সেবা কেন্দ্রের ইন্সট্রাক্টর ও সাংবাদিক মোঃ এখলাছ উদ্দিন(রিয়াদ) প্রমুখ। এ কর্মসূচীর আওতায় উপজেলার ১৭৬০ জন ক্ষুদ্র ও প্রামিত্মক চাষিদের মধ্যে প্রতি কৃষক উফশী আউশ ধানে ৫ কেজি বীজ, নেরিকা ধানের ১০ কেজি বীজ,ইউরিয়া,বিওপি ও এমওপি ৪০ কেজি করে সার বিতরন করা হয়েছে। তাছাড়া সেচ সহায়তা ও আগাছা দমনের জন্য উফশীর ক্ষেত্রে ৪০০ টাকা ও নেরিকা ক্ষেত্রে ৮০০ টাকা আর্থীক অনুদান ব্যাংক মাধ্যমে প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

 

Comments (0)
Add Comment