এখলাছ উদ্দিন (রিয়াদ)কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,
কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে বিপি দিবস ও স্কাউটের জনক লড ব্যডেল পাওলের ১৫৮ তম জনমবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার (২২ ফেব্রম্নয়ারী) সকালে রোভার স্কাউটের বর্ণাঢ্য র্যালী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হোসেনপুর বিশ্ববিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্টানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ওহাদেজ্জামান। বক্তব্য রাখেন- প্রক্তন অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন,উপাধ্যক্ষ লুৎফর রহমান মানিক, প্রভাষক কামরম্নল আহসান,নাহিদ সুলতানা স্বর্ণা, লুৎফর রহমান আরিফ,পৃতবাস সরকার,শুকরঞ্জন সরকার,ক্ষিরম্নত চন্দ্র বিশ্বাস প্রমূখ।