মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ),কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে ‘‘স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার’’ এই শেস্নাগানকে সামনে রেখে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলম। বক্তব্য রাখেন-অনুষ্টানের প্রধান অতিথি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আযুব আলী, বিশেষ অতিথি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এ জেড এম বদরম্নল হাসান,কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আহাম্মেদ,উপজেলা মৎস্য অফিসার মোঃ এমরম্নল হোসাইন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেম,মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছালাম, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক প্রমূখ। সেমিনারে রমজানে ভেজাল মুক্ত খাদ্য ও বাজার মনিটরিংয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বাজার খাদ্যে ভেজাল দুরিকরনসহ স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার নিশ্চিত করার উপর জোর দাবি ওঠে।