মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ), কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
হোসেনপুরে কৃষকের মনে বইছে বোরো মৌসুমের আমেজ। প্রকর রোদ্র আর হঠাৎ হালকা মেঘ অপেক্ষা করে পুরোদমে চলছে বোরো মৌসুমের ধানকাটা। মাঝে মাঝে আনন্দে কৃষক গেয়ে উঠছেন ভাটিয়ালি জারিসারি গান। মাঠে এখন পাঁকা ধান বাতাসে দোল খেলছে। এরই ধারাবাহিকতায় হোসেনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ধান কাটার দৃশ্যই চোখে ধরা পড়ে। তবে ধান কাঁটা চলবে পুরো বৈশাখ মাস জুড়ে। পাঁকাধান কৃষকের গোলায় তোলার এই উৎসব বৈশাখের প্রখর রোদ্র কিংবা কালবৈশাখী ঝড়কে তোয়াক্কা করে না। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যমত্ম গ্রামে-গঞ্জে সরেজমিনে গিয়ে দেখাযায়, বোরো ধান কাঁাটার উৎসবে শুধু তরম্নন-তরম্নণীই নয় পরিবারের সব বয়সী মানুষই ধান গোয়ালে তোলতে কাজে ব্যসত্ম। এদের কেউ ধান কাঠছে, আবার কেউ ক্ষেত থেকে ধান মাথায় করে খলায় আনছে। বোরো ধান কাটার সময় প্রত্যেক পরিবারেই কর্মক্ষম লোকের প্রয়োজন পড়ে। ফলে যাদের পরিবারে কাজের লোকের সল্পতা তারা ৪০০-৫০০টাকা রোজে শ্রমিক নিয়ে আসেন। এদিকে উপজেলার শাহেদল ইউনিয়নের বীরপাইকশা গ্রামের গুনি মিয়া জানান, তিনি তিন-বিঘা জমি বোরো ধান আবাদ করেছেন। ইতিমধ্যে তার ধান কাটা শুরো হয়েছে। প্রকৃতি স্বাভাবিক থাকলে আগামী ১-২ সপ্তাহের মধ্যে ধান কাটা শেষ হবে। উপজেলা কৃষিবিদ সুলতান মাহমুদ সাংবাদিকদের জানান প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এবার কৃষক কাটা প্রতি ৪-৬ মন ধান পাবে।