হোয়াইট হাউসের প্রাঙ্গণে ড্রোন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক:

হোয়াইট হাউসের রাডার স্টিস্টেম বিমান, ক্ষেপণাস্ত্র ও বড় ড্রোনের মতো উড়ন্ত জিনিস সনাক্ত করতে সক্ষম হলেও ছোট একটি ড্রোনকে সনাক্ত করতে পারেনি। সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ও বাসভবন হোয়াইট হাউসের দক্ষিণ প্রাঙ্গণে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে অনুপ্রবেশকারী ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। দক্ষিণ প্রাঙ্গণে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা ড্রোনটির আওয়াজ শুনে তাকিয়ে ড্রোনটিকে দেখতে পান। কিন্তু তিনি ও দায়িত্বে থাকা অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা ড্রোনটি নামিয়ে আনতে ব্যর্থ হন। এরই মধ্যে ড্রোনটি হোয়াইট হাউসের বেড়া পার হয়ে ভিতরে ঢুকে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। ড্রোনটি আকারে খুব ছোট ও নিচু দিয়ে উড়ছিল কারণে রাডারে ধরা পড়েনি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Comments (0)
Add Comment