১০ দিন পর জনসম্মুখে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অস্বাভাবিকভাবে ১০ দিন অনুপস্থিত থাকার পর সোমবার তার জনসম্মুখে হাজির হয়েছেন। এর গত ৫ মার্চ সর্বশেষ জন সম্মুখে এসেছিলেন। এভাবে লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ায় তিনি কোথায় রয়েছেন এবং তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা সৃষ্টি হয়। সোমবার সেন্ট পিটার্সবার্গে কিরগিজ প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়িভের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে আবার জনসম্মুখে এলেন পুতিন। তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে জল্পনা-কল্পনা প্রসঙ্গে পুতিন মজা করে বলেন, ‘কানাঘুষা না থাকলে ব্যাপারগুলো খুব একঘেয়ে হয়ে যায়’। রুশ বার্তা সংস্থা রিয়া নভস্তির বরাত দিয়ে খবরটি দিয়েছে বিবিসি। এর আগে ক্রেমলিনের এক সরকারি
কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছিলেন যে, যথাসময়ে যথাস্থানে কিরগিজ প্রেসিডেন্টের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। গত ৫ মার্চ ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সঙ্গে এক সংবাদ সম্মেলনে পুতিনকে (৬২) সর্বশেষ জনসম্মুখে দেখা যায়। গত সপ্তাহে তিনি মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান সফরসহ তার অনেক কর্মসূচি বাতিল করেন। এভাবে হঠাৎ করে জনসম্মুখের অন্তরালে চলে যাওয়ার কারণে জনসাধারণের ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। এসব জল্পনা-কল্পনার মধ্যে রয়েছে রাশিয়ার এ নেতা আবার বাবা হয়েছেন এবং তার প্রেমিকার সাথে সুইজারল্যান্ডের একটি ক্লিনিকে আছেন, প্রাসাদ ষড়যন্ত্রে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, কসমেটিক সার্জারি করিয়েছেন বা তিনি মারা গেছেন।
তবে সব জল্পনা-কল্পনা নাকচ করে দিয়ে তার মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিন সুস্থ রয়েছেন।
Comments (0)
Add Comment