১৮০লিটার চোলাইমদসহ ০৪জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ খালেদুর রহমান , ফরিদপুর ঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬ ফেব্রুয়ারী ২০১৭ ইং তারিখ ১৩.২৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন গোয়ালন্দ বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন উল্টর দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় জনৈক মোঃ বাবু সর্দার এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক(ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১৪.১৫ ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালন করে মাদকব্যবসায়ী আসামী মোঃ লিটন সর্দার(২৫), পিতাঃ মোঃ হাশেম সর্দার, সাং-দক্ষিন দৌলতদিয়া শয়দালপাড়া, ২। মোঃ রাজু শেখ(২২) মোঃ মজিবর শেখ, সাং- সোহরাব মন্ডলপাড়া, ৩। মোঃ শাহীন সর্দার(৩০) পিতা- মোঃ খালেক সর্দার, সাং- গোয়ালন্দ গুচ্ছগ্রাম, ৪। মোঃ মোহন জোয়ারদার(৩০) পিতা- মৃত খলিল জোয়ারদার, সাং- এবাদ আলী মিস্ত্রিপাড়া, সকলের থানা- গোয়ালন্দ ঘাট, জেলা- রাজবাড়ীদেরকে হাতে নাতে আটক করে। ধৃত আসামীদের দখল হতে ১৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ(বাংলা মদ), যা ০৬(ছয়)টি বড় সাদা ও নীল রংয়ের জারকিনে মধ্যে ছিপি দ্বারা আটকানো এবং ০২টি মোবাইলসেট ও ০৩টি সিম অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ দেশীয় তৈরী চোলাই মদ(বাংলা মদ) সম্পর্কে আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদকদ্রব্য নিষিদ্ধ যৌনপল্লী সহ আশেপাশের লোকজনের সাথে ক্রয়-বিক্রয় করে আসছে।

এ ব্যাপারে রাজাবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comments (0)
Add Comment