সানি নিজের মুখেই এই রহস্য ফাঁস করেছেন | উনি জানিয়েছেন ‘ কলেজ অব্দি আমি পড়াশোনা নিয়ে থাকতেই পচ্ছন্দ করতাম | স্টুডেন্ট হিসেবে আমি খুব সাধারণ ছিলাম | বিজনেস আর মার্কেটিং আমার প্রিয় সাবজেক্ট ছিল | আমার বেশি বন্ধু ছিল না | এছাড়াও আমি ভিডিও এডিট করতে পারতাম এবং ফটোশপেও কাজ করতে পারতাম | এমন অনেক কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখতাম‚ যা ওই বয়সের অনেকেই করে না | ফলে ছেলেরা আমাকে এড়িয়ে চলতো এবং আমার ১৮ বছর বয়েস পর্যন্ত ওদের কোন আগ্রহ ছিল না আমাকে নিয়ে |‘
আর মাত্র দুদিন পর‚ ২৯ জানুয়ারি‚ মুক্তি পেতে চলেছে ওঁর পরবর্তী সেক্স কমেডি ‘ মস্তিজাদে ‘ | বলিউডে অভিনয় শুরু করার আগে উনি একজন ইন্ডো-কানাডিয়ান পর্নস্টার ছিলেন | হিন্দি ছবির পাশাপাশি উনি পাঞ্জাবী ছবিতেও অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন |