২০ কেন্দ্রে অনুষ্ঠিত হবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

তপন কুমার রায়, বেরোবি:

রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আগামী ৫ ও ৬ মে বেগম অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা মোট ২০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ রংপুর কারমাইকেল কলেজ, কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজ,লায়ন্স স্কুল এন্ড কলেজ,সরকারি বেগম রোকেয়া কলেজ,রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিন্স লাইনস স্কুল এন্ড কলেজ, রংপুর জিলা স্কুল, রংপুর সরকারি কলেজ, রংপুর টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, মিলেনিয়াম স্টার স্কুল এন্ড কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সমাজ কল্যান বিদ্যা বিথী স্কুল এন্ড কলেজ,শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এই ২০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

ভর্তি পরীক্ষার কেন্দ্র ও আসন সম্পর্কে পরীক্ষার্থীরা তাদের প্রদত্ত মোবাইলে নম্বরে প্রেরিত বার্তায় এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ পাওয়া যাবে।

ইউনিট ভিত্তিক পরীক্ষা কেন্দ্রের নামঃ

 বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-A, B, C, D, E, F ইউনিট
 রংপুর কারমাইকেল কলেজ-C, D, E ইউনিট
 কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ-A, B, D ইউনিট
 সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ-A, B ইউনিট
 আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজ-A, B, F ইউনিট
 লায়ন্স স্কুল এন্ড কলেজ-A, B, D ইউনিট
 সরকারি বেগম রোকেয়া কলেজ-A, B, C, E ইউনিট
 রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ-A, B, F ইউনিট
 রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-A, B, D ইউনিট
 পুলিন্স লাইনস স্কুল এন্ড কলেজ-A, B, C, F ইউনিট
 রংপুর জিলা স্কুল-A, B, D ইউনিট
 রংপুর সরকারি কলেজ-D, E ইউনিট
 রংপুর টিচার্স ট্রেনিং কলেজ-A, B, C ইউনিট
 রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-A, B, C ইউনিট
 রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ-A, B, C ইউনিট
 মিলেনিয়াম স্টার স্কুল এন্ড কলেজ-A, B, C ইউনিট
 কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-B, C, F ইউনিট
 সমাজ কল্যান বিদ্যা বিথী স্কুল এন্ড কলেজ-A, B, E ইউনিট
 শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়-A, B, F ইউনিট
 রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট-B, C ইউনিট

Comments (0)
Add Comment