বিনোদন ডেস্ক: মেহের আফরোজ শাওন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে আগামী ২৬ ফেব্রুয়ারি।
নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র মুক্তি পাচ্ছে কিন্তু অনুভূতি কেমন সেটা এখনো বুঝতে পারছেন না বলে জানান মেহের আফরোজ শাওন। তিনি বলেন, “খুব ব্যস্ত সময় কাটছে। ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি দশর্কদের ভালো লাগলে আমারও ভালো লাগবে।”
‘কৃষ্ণপক্ষ’ ছবিতে কেন্দ্রীয় দুই চরিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ ও মাহি। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তাঁরা দুজন।
চিত্রনায়ক রিয়াজ বলেন, “ছবির শুটিং চলাকালীন ১৯ অক্টোবর আমি হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম। যাক শেষ পযর্ন্ত ভালোভাবে ছবির কাজ শেষ করতে পেরেছি আমরা। শাওন অনেক চেষ্টা করেছে ছবিটি ভালোভাবে নির্মাণ করার। মাহি অনেক পরিশ্রমী শিল্পী। অরু চরিত্রে ডুবে গিয়ে ভালোভাবেই ‘কৃষ্ণপক্ষ’ ছবির কাজ শেষ করেছে মাহি। আশা করছি, সবকিছুই ভালো হবে।”
এদিকে রিয়াজ ও মাহি ছাড়াও ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌটুসী বিশ্বাস, কায়েস চৌধুরী প্রমুখ।