৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জন পুনর্বিবেচিত হচ্ছেন

৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জন পুনর্বিবেচিত হচ্ছেন

৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থীর পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) নবনিয়োগ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৩০ ডিসেম্বর নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বাদ পড়া প্রার্থীরা সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে পুনর্বিবেচনার দাবি জানান।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাক-চরিত্র যাচাই ও স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিতির কারণে ২৬৭ জন প্রার্থীকে বাদ দেওয়া হয়। তবে ২২৭ জন প্রার্থী পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হবে। পুনর্বিবেচনার সুযোগ সবার জন্য উন্মুক্ত।

Comments (0)
Add Comment