এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৫ জানুয়ারি বিএনপি সমাবেশ করবে। সমাবেশের অনুমতির জন্য এরমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করা হয়েছে।
এক প্রশ্নে জবাবে হাসান মাহমুদ বলেন, ৫ জানুয়ারি আমাদেরও কর্মসূচি থাকবে। তা পরে জানিয়ে দেয়া হবে।
গত বছর ৫ জানুয়ারি দশন সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ কর্মসূচি ছিল আওয়ামী লীগ। একই দিন বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচির ঘোষণা দেয়। এরই দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিএনপির কর্মসূচিতে বাধা দেয়ায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া দেশব্যাপী লাগাতার অবরোধের ডাক দেন। তিন মাসের লাগাতার অবরোধে শতাধিক মানুষ মারা যান।