জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ছয় বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার ভোরের দিকে উপজেলার উচনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আলী খসরু বিষয়টি নিশ্চিত করেছেন। ছয় বাংলাদেশির মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- উচনা গ্রামের লাল চানের ছেলে জিয়াউল হক (৩৫), গাবলা মণ্ডলের ছেলে মতিউর রহমান (৩৮), শফির উদ্দিনের ছেলে সায়েম উদ্দিন (২৫) ও আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম (২৭)। লে. কর্নেল সাব্বির আলী খসরু জানান, ছয় বাংলাদেশিকে ফেরত চেয়ে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফের কোম্পানি কমান্ডারের কাছে চিঠি দেওয়া হয়েছে। তিনি আরো জানান, বিএসএফের এক সদস্যকে পিটিয়ে আহত করায় ওই ছয়জনকে ধরে নেওয়া হয়েছে বলে বিএসএফ অভিযোগ করেছে। তাদের ভারতে বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছে তারা।