আগামী ২২ মার্চ ৭৫২টি ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ২২ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ। প্রতীক বরাদ্দ ৩ মার্চ।
বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের সভাপতিত্বে কমিশন সভায় ইউপি নির্বাচনের এ তফশিল অনুমোদন করা হয়। আজ সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনের তফশিল ঘোষণা করবেন।