পটুয়াখালীর গলাচিপায়  আর্ন্তজাতিক মাদকদ্রব্যের ব্যবহার ও অবৈধ পাচার বিরোধী  দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায়  আর্ন্তজাতিক মাদকদ্রব্যের ব্যবহার ও অবৈধ পাচার বিরোধী  দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১০ টায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে এক র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সুহৃদ সালেহীন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদ হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রুহুল আমিন ভূঁইয়া, গলাচিপা ডিগ্রি কলেজের প্রভাষক গোপালন সাহা, পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গোলখালী ইউপি চেয়ারম্যান মু. নাসির উদ্দিন হাওলাদার, চরকাজলের ইউপি চেয়ারম্যান মু. সাইদুজ্জামান রুবেল মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক সমির দেবনাথ, সহ গলাচিপা ডিগ্রি কলেজ ও গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
Comments (0)
Add Comment