মোঃ ইকবাল চৌধুরী, চট্টগ্রাম :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদল। অবস্থান কর্মসূচিতে সিনিয়র সহ-সভাপতি শাহেদ হোছাইন বাবু’র সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আরিফুল ইসলাম হৃদয়।
আরো বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌবিন মোহাম্মদ ইমরান। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, আবু বক্কর সিদ্দিক,শাহারাত কবির তাশদীদ, ফাহিম চৌধুরী, শাওন আহমেদ সহ প্রমুখ।