চট্টগ্রাম ব্যুরো:
ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ বেলায়েত হোসেনকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১১, নোয়াখালীর যৌথ আভিযানিক দল।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝালকাঠি সদর থানার মামলা নং-০২, তারিখ-০৪ এপ্রিল ২০২১ খ্রি., ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ), জিআর-৭৫/২১, দায়রা-১৫১/২১ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ বেলায়েত হোসেন চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন ফিশারী ঘাট এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত ০১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক ১৪০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১১, নোয়াখালীর যৌথ আভিযানিক দল কোতোয়ালী থানাধীন ফিশারী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ বেলায়েত হোসেন (৫০), পিতা- মৃত খুরশীদ আলম, সাং- পশ্চিম চরজব্বর, থানা- চরজব্বর, জেলা- নোয়াখালীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে নোয়াখালী জেলার চরজব্বর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।