ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষ নিহত ৪; আহত ৫০

গৌরিপুর সংবাদদাতা: ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হন কমপক্ষে ৫০জন। শনিবার উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর পল্লীবিদ্যুতের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ফাতেমা আক্তার (৩০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামের ফজলুল করিমের স্ত্রী। অপর তিনজনের পরিচয় পাওয়া যায়নি। বাসের যাত্রী ফজলুল হক জানান, শিবপুর পল্লীবিদ্যুতের সামনে ক্রসিং করার সময় ভৈরবগামী শ্যামলছায়া বাসের (ঢাকা মেট্রো ব-০১-১৯৩) সঙ্গে ময়মনসিংহগামী সিমেন্টভর্তি ট্রাকের (ঢাকা মেট্টো- ট-১৮-৫৫৫১) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে যাত্রীদের চিৎকারে শতশত গ্রামবাসী এসে বাসের সামনে কলাগাছ ও গাছের গুঁড়ি দিয়ে থামানোর চেষ্টা করে। প্রায় এক কিলোমিটার দূরে গঙ্গাশ্রমের কাছে গেলে বাসটি থামাতে সক্ষম হন গ্রামবাসী। এসময় অধিকাংশ যাত্রীরাই লাফিয়ে নামতে গিয়ে আহত হন। এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন নিহত হন। গুরুতর আহতরা হলেন- ফুলবাড়িয়ার পলাশতলীর আব্দুল আজিজ (৩২), রংপুর পিরগাছার মাহমুদুল হাসান (২৮), সোহেল মিয়া (১৫),  মোহনগঞ্জের কেবল সরকার (৬০), ময়মনসিংহের বিথী রানী দত্ত (১০), মো. সোহেল মিয়া (৩৩),  স্বপন মিয়া (৩৬),  আব্দুল হাই (৩০), নেকবর আলী (৪৪), আঠারবাড়ির ডা. আজিজুর রহমান, আব্দুল জলিল (২৩), আকবর আলী (২৪) আব্দুর রাজ্জাক (৫০),  তাহের আলী (৫০), আব্দুস ছোবান (২৪), আবুল কাসেমকে(৫৫) ময়মনসিংহ ও ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বরগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, ময়মনসিংহে প্রেরণকৃত তিনজনের অবস্থা আশংকাজনক। গৌরীপুর থানার ওসি মো. আখতার মোর্শেদের নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শহিদুর রহমানের নেতৃত্বে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।

Comments (0)
Add Comment