দুই সচিবই অধ্যাপকদের ‘আপগ্রেডেশনের’ বিষয়টি আগে সমাধান করে শিক্ষকদের অন্য দাবি পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান আন্দোলন চালিয়ে আসা শিক্ষকদের এই নেতা।
এর আগে দুপুরে সচিবালয়ে বিসিএস শিক্ষা সমিতির নেতারা শিক্ষা সচিব সোহরাব হোসাইনের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে সচিবের আশ্বাস পেয়ে বিকালে সমিতির সাধারণ সভায় বসেন আন্দোলনরত শিক্ষকরা। সেখানেই এক মাসের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয় বলে অধ্যাপক সেলিম উল্লাহ জানান।
অষ্টম বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বহাল ছাড়াও শিক্ষকদের পদ ‘আপগ্রেডেশন’ এবং ‘বৈষম্য’ নিরসনে সংখ্যাতিরিক্ত অধ্যাপক পদ সৃষ্টির মাধ্যমে পদোন্নতির দাবি জানিয়ে আসছেন শিক্ষকরা। এছাড়া অধ্যাপকদের পদমর্যাদা ও বেতনক্রম অবনমনের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।