চট্টগ্রাম ব্যুরো: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ ১৭ মার্চ ২০১৬ ইং বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শিশু একাডেমিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, শিশু সমাবেশ ও শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নৃত্য, দেশাত্মবোধক সঙ্গীত, চিত্রাংকন, আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা সভা। জেলা শিশু সংগঠক নার্গিস সুলতানার সভাপতিত্বে শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. আবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইলিয়াছ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবময় দেওয়ান ও জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক শরফুদ্দীন চৌধুরী রাজু। আলোচনা সভায় জেলা প্রশাসক জাতির পিতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর গুরুত্বারোপ করেন।