নওগাঁয় প্রবীণ অধিকার সুরক্ষায় প্রচারাভিযান প্রকল্পের সাংস্কৃতিক অনুষ্ঠান

ইমরান হোসেন, নওগাঁ প্রতিনিধি: প্রবীণ জন্য চাই প্রত্যাশিত জীবন এই শ্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যে নওগাঁয় প্রবীণ অধিকার সুরক্ষায় প্রচারাভিযান প্রকল্পের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুত্রে জানা যায়, ১২ এপ্রিল মঙ্গলবার বিকালে নওগাঁর বদলগাছী উপজেলার মির্জাপুর কে.সি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রবীণ অধিকার সুরক্ষায় প্রচারাভিযান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রবীণ অধিকার সুরক্ষায় প্রচারাভিযান সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পিদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বদলগাছী উপজেলার রাধা গোবিন্দ সম্প্রাদায় এবং সোনার বাংলা শিল্পি গোষ্ঠীর শিল্পীরা প্রবীণ অধিকার সুরক্ষা সম্পর্কিত গানের মাধ্যমে সচেতনতা মূলক প্রচারাভিযান চালান। সহযোগিতায় রয়েছেন, ইউরোপিয়ান ইউনিয়ন, এডিএ, হেল্প এইগ ইন্টারন্যাশনাল এবং বিএসডিও। এই প্রবীণ অধিকার সুরক্ষায় প্রচারাভিযান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন, বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও)। এ সময় জনসাধারণের উপস্থিতি বেশ লক্ষ্য করা যায়।

Comments (0)
Add Comment