স্পেস এক্স-এ রকেট বিস্ফোরণ!

অনলাইন ডেস্ক: স্পেস এক্স উৎক্ষেপণ কেন্দ্রে তীব্র বিস্ফোরণ। যাত্রীহীন রকেট পরীক্ষা করার সময় বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে বেশ কয়েক কিমি দূরের বাড়ি, জানিয়েছে নাসা।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯ টা নাগাদ পরীক্ষামূলক উড়ান চলাকালীন জোরালো বিস্ফোরণ ঘটে আমেরিকার স্পেস এক্স উত্‍‌ক্ষেপণ কেন্দ্রে। শনিবার কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে উত্‍‌ক্ষেপণের আগে এদিন চলছিল পরীক্ষা পর্ব। সেই সময় কয়েক মিনিট ধরে পর পর প্রবল বিস্ফোরণ ঘটে একটি যাত্রীহীন স্পেস এক্স ফ্যালকন রকেটে। বিস্ফোরণের অভিঘাতে কয়েক কিমি দূরের বাড়িও কেঁপে ওঠে এবং আকাশে দেখা দেয় ঘন ধোঁয়ার কুণ্ডলী। আধঘণ্টা পরে পূর্ব দিগন্তে ভাসতে দেখা গেছে নিচু কালো মেঘরাজি।
এদিনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পরে পরিষ্কার কসরে দেয়া হয়েছে লঞ্চপ্যাডও। স্পলেস এক্স মুখপাত্র জন টেলর এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্পেস এক্স-এর অন্যতম প্রধান গ্রাহক নাসা-র তরফে জানানো হয়েছে, এয়ার ফোর্স স্টেশনের লঞ্চ কমপ্লেক্স ৪০-এ এদিন সকালে তীব্র বিস্ফোরণ ঘটে। গোটা ঘটনার তদন্তে নেমেছে স্পেস এক্স সংস্থা। সেই সঙ্গে বিস্ফোরণের জেরে বাতাসে বিষাক্ত গ্যাসের পরিমাণ পরীক্ষা করে দেখছে বিশেষজ্ঞ দল।
প্রত্যক্ষদর্শষীরা জানিয়েছেন, বিস্ফোরণের গোড়ায় বাজ পড়ার মতো শব্দ শোনা যায়। এরপরই একাধিক বিস্ফোরণের শব্দ মেলে। জানা গিয়েছে, বিস্ফোরণ ঘটার সময় মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনের বাইরে দুই মহাকাশচারী স্পেসওয়াকে ব্যস্ত ছিলেন। সেই সময় তাঁদের ওই বিস্ফোরণের খবর দেয়া হয়নি। উল্লেখ্য, ওই স্পেস স্টেশনে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছে স্পেস এক্স। সূত্র: এই সময়।

Comments (0)
Add Comment