ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগের দিনই উপদেষ্টা পদ থেকে ইস্তফা দেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। ভিডিও বার্তায় আসিফ জানান, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ ও নিউ মার্কেটের মতো গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে তিনি জনগণের সমর্থন নিয়ে লড়তে চান।

তিনি বলেন, গত ১৭ বছরের বিভাজনের রাজনীতির অবসান ঘটিয়ে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য। কোনো বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা বা অঢেল অর্থবিত্ত না থাকলেও জনগণের ভালোবাসা ও সমর্থনই তার প্রধান শক্তি বলে উল্লেখ করেন তিনি।

আসিফ মাহমুদ আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়। তিনি শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং আবরার ফাহাদের আত্মত্যাগকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে দেশ পুনর্গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Comments (0)
Add Comment