অনলাইন ডেস্ক:
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে সদ্য পদোন্নতি পাওয়া ৩০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ডিএমপি, পুলিশ সদরদপ্তর, হাইওয়ে পুলিশ, এসবি ও সিআইডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করা হয়েছে। এর আগে গত ২৬ নভেম্বর ৩৩ জন কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। তাদের মধ্যে জাহিদুল হাসানকে কেএমপি কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।