রেজাউল করিম তুহিন, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পূর্ব-আড়পাড়া গ্রামের গনেশ চন্দ্র বিশ্বাসের ২৬ শতাংশ জমির পেঁয়াজের বীজ (কদম) কেঁটে ফেলেছে কতিপয় দূর্বৃত্ত। এতে ঐ কৃষকের প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানাগেছে। গত রবিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতি গ্রস্থ কৃষক গনেশ এ ব্যাপারে আজ সোমবার সন্ধ্যায় মধুখালী থানায় পার্শ্ববর্তি উত্তর আড়পাড়া গ্রামের আবজাল, নাহেল, আলেম ও লাল চাঁদের নাম উল্লেখ একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং ২৭৮। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা খালেদা পারভিন বলেন ক্ষতি গ্রস্থ কৃষক আমাকে বিষয়টি জানিয়েছেন, তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তার ২৬ শতাংশ জমিতে প্রায় ৫২ কেজি বীজ উৎপাদন হত যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। মধুখালী থানার এসআই মোস্তফা কামাল জানান, অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।