বাংলাদেশের গত ১২টি সংসদ নির্বাচনের চালচিত্র

অনলাইন ডেস্ক:

স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালের প্রথম নির্বাচন থেকে শুরু করে ২০২৪ সালের সর্বশেষ নির্বাচন পর্যন্ত রাজনৈতিক প্রেক্ষাপট ছিল ভিন্ন ভিন্ন।

পরিসংখ্যানে দেখা যায়, এ পর্যন্ত আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ৪ বার এবং জাতীয় পার্টি ২ বার সরকার গঠন করেছে। তবে ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের ডামি নির্বাচন ছিল তুমুল বিতর্কিত। সর্বশেষ গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে।

Comments (0)
Add Comment