অনলাইন ডেস্ক:
স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালের প্রথম নির্বাচন থেকে শুরু করে ২০২৪ সালের সর্বশেষ নির্বাচন পর্যন্ত রাজনৈতিক প্রেক্ষাপট ছিল ভিন্ন ভিন্ন।
পরিসংখ্যানে দেখা যায়, এ পর্যন্ত আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ৪ বার এবং জাতীয় পার্টি ২ বার সরকার গঠন করেছে। তবে ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের ডামি নির্বাচন ছিল তুমুল বিতর্কিত। সর্বশেষ গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে।