বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সংশোধিত এ সময়সূচি জানা যায়।
এর আগে ২৮ ডিসেম্বর প্রকাশিত সূচি অনুযায়ী ২০ জানুয়ারি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এরপর পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে নামে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ ক্লাস না করিয়ে, সিলেবাস শেষ না করে পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। তারা অন্তত ১ মাস সময় বাড়ানোর দাবিতে মানবন্ধনসহ আন্দোলন কর্মসূচি পালন করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় ২ হাজার ২০০ কলেজের তিন লাখের মতো অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার পরীক্ষার নতুন সূচি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা-সংক্রান্ত বিস্তিারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়বেসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।