বেনাপোল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও থান আটক

IMG_0105 copyকামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা মঙ্গলবার ভোর রাতে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৯শ৭৪ পিস শাড়ি ও ৩৩ টি শাটিং থান আটক করেছে। এসময় কোন পাচারকারী বা বহনকারী গাড়িও আটক করতে পারেনি।
২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, তার নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার ভোরে বেনাপোল থানাধীন শিকড়ীবটতলা নামক স্থানে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে ভারত হতে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ৯ শ ৭৪ টি ভারতীয় উন্নতমানের শাড়ী ও ৩৩ টি শাটিং থান আটক করা হয়।
আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১,১৪,৯০,০০০/-(এক কোটি চৌদ্দ লক্ষ নব্বই হাজার) টাকা।মালামালের সাথে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।আটককৃত মালামাল যশোর শুল্ক গুদামে জমা করা হয়েছে।এ দিকে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যাবসায়ী বলেন, সীমান্তে নিয়জিত বিজিবি সদস্যরা রাতে ঘুষ নিয়ে মালামাল আনার সুযোগ করে দেয়। যদি তারা সীমান্তে ঠিকমত ডিউটি করে তাহলে কোন পন্য বাংলাদেশে আসতে পারেনা।

Comments (0)
Add Comment