বিমানের ভিতরে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। ধৃতের নাম সঞ্জয় কাণ্ড। অভিযোগ, এদিন সকালে কলকাতা থেকে দিল্লিগামী বিমানে ধৃত সঞ্জয় সওয়ার হওয়ার পরেই পাশের যাত্রীকে উত্ত্যক্ত করতে থাকেন। ওই মহিলা সঙ্গে সঙ্গে বিষয়টি বিমানকর্মীদের জানান। এর পরে বিমান থেকে নামিয়ে আনা হয় ওই ব্যক্তিকে। নেমে আসেন অভিযোগকারিণীও। এনএসসিবিআই থানায় অভিযোগ দায়ের করার পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।