আল ইমরান হোসেন,নওগাঁ: নওগাঁ সদর ও নিকটতম উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় জন জীবনে দূর্ভোগ দেখা দিয়েছে। গত বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে তীব্র শীত ও ঘন কুয়াশা প্রবাহ শুরু হয়। কিন্তু এই বছর ডিসেম্বর মাসের ১ম সপ্তাহের দিকে তীব্র শীত ও ঘন কুয়াশা শুরু হয়ে আরও দিন দিন শীত ও ঘন কুয়াশা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। অতি দরিদ্র মানুষের শীতের গরম কাপড়ের অভাবে মানবেতর জীবন যাপন করছেন। গ্রামের বিদ্যালয়গামী কমলমতি শিক্ষার্থীরা তীব্র শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে গরম কাপড় পরিধান করে বিদ্যালয়ে যাচ্ছে। এই ঘন কুয়াশার কারনে যানবাহন চলাচলে বিঘ্নতা ও যানবাহনের হেড লাইট জ্বালিয়ে যানবাহনের চালকরা চলাচল করছেন। নওগাঁতে এই বছর প্রচন্ড শীত ও ঘন কুয়াশা প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।