নওগাঁয় ব্যাপকহারে সরিষা চাষ করছেন কৃষকরা

আল ইমরান হোসেন, নওগাঁ প্রতিিনধি: গত বছরের চেয়ে এই বছরে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলাতে সরিষা চাষ ব্যাপকহারে বেড়েছে। নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার মধ্যে, মহাদেবপুর, আত্রাই, মান্দা,নিয়ামতপুর, সাপাহার, রাণীনগর,বদলগাছী, পোরশা, উপজেলাগুলোতে ব্যাপকহারে সরিষা চাষ করেছেন উক্ত উপজেলার কৃষকরা। সুত্রে জানা যায়, সরিষা চাষের পাশাপাশি মধু সংগ্রহে কৃত্রিম উপায় ব্যবহার করে মধু সংগ্রহ করছেন মধু চাষিরা। এই কৃত্রিম উপায়ে সরিষার জমিতে মধু চাষ, মহাদেবপুর, আত্রাই উপজেলায় বেশি হচ্ছে বলে জানা যায়। এই বছর আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকলে সরিষার বাম্পার ফলনের আশা রয়েছে। সরিষার হলুদ ফুলে ছেঁয়ে গেছে মাঠ,প্রান্তর ও এর মিষ্টি গন্ধে সুবাসিত হয়ে উঠেছে চারদিক। মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে গুনগুন শব্দে অলি,ভ্রমররা সরিষার ফুলে ফুলে মধু সংগ্রহ করে। অলি,ভ্রমরদের গুনগুন শব্দে মুখরিত হয়ে উঠে চারদিক।

Comments (0)
Add Comment