আন্তর্জাতিক ডেস্ক:
আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রে রাশিয়া হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ন্যাটো প্রধান মার্কো রুট্টে। জার্মানিতে এক সম্মেলনে তিনি বলেন, রাশিয়া ইতোমধ্যে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে গোপন তৎপরতা বাড়িয়েছে।
রুট্টে উল্লেখ করেন, রাশিয়ার অর্থনীতি এখন পুরোপুরি যুদ্ধের আদলে চলছে এবং তারা প্রতি মাসে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করছে। ইউক্রেনে শান্তি প্রক্রিয়ার নামে পুতিনের কৌশল নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। তিনি ন্যাটো মিত্রদের প্রতিরক্ষা ব্যয় ও প্রস্তুতি বাড়ানোর আহ্বান জানান।