আল ইমরান হোসেন, নওগাঁ প্রতিিনধি: নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার খ্যাত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের বেহাল দশা। স্থানীয় সুত্রে জানা যায়, এই পরিবার পরিকল্পনা কেন্দ্র ১৯৮১ সনে প্রতিষ্ঠাপন করা হয়েছে। কয়েক বছর ধরে এই কেন্দ্রে সুন্দর ও সু-শৃংখল ভাবে জনগণকে সেবা প্রদান করা হয়। কিন্তু গত ২০০৭ সন হতে এ ২০১৬ সন পর্যন্ত নিয়মিত এই পরিবার পরিকল্পনা কেন্দ্রের সকল কার্যসমূহ ও সেবা প্রদানে ব্যর্থতা রয়েছে। স্থানীয় সাবেক মহিলা ইউ. পি সদস্য নাসিমা বেগম জানান, এই পরিবার পরিকল্পনা কেন্দ্রের ডা: মোহন লাল কানু (৫০) ও আয়া রওশন আরা(৪৮) নিয়মিতভাবে পরিবার পরিকল্পনা কেন্দ্রে উপস্থিত থাকেন না। ডা: মোহন লাল কানু সপ্তাহে মাত্র দুই দিন এসে কিছু সময় কাটানোর পর নিজ গন্তব্যস্থলে যান। নাসিমা বেগম আরও জানান, ডা: মোহন লাল কানু রোগীদের সাথে অশোভন আচরণ করেন। ১২ জানুয়ারী মঙ্গলবার সকাল- ১১ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় যে, এই কেন্দ্র খোলা রয়েছে, স্বাভাবিক এক দুইটি পরিবার পরিকল্পনা কেন্দ্রের মত। কিন্তু কেন্দ্রে, ডাক্তার, ভিজিটর, ও আয়া শুন্য রয়েছে। এই সেবা কেন্দ্রে ২৯গ্রামের মানুষ সেবা নিতে আসেন বলে জানা গেছে। স্থানীয় সুত্রে জানা যায় এই কেন্দ্রে কোনো ভিজিটর নেই। শুধু ডাক্তার ও আয়া রয়েছেন। সরেজমিনে আরও দেখা যায়, পরিবার পরিকল্পনা কেন্দ্রের যে আবাসিক বাসাগুলো রয়েছে, সেখানে খড় ও জ্বালানীতে ভর্তি। রওশন আরা আয়ার বাসা উক্ত এলাকায় হওয়ায় সেখানে গেলে তাঁকে না পাওয়ায় তাঁর পুত্র রতনের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে, তিনি কোনো জবাব দেন নাই। রতন ডা: মোহন লাল কানুর মুঠোফোনের নম্বর দিয়ে কথা বলতে বলেন। কিন্তু তাঁর মুঠোফোনে বার বার কল দিলে নেটওয়ার্ক ব্যস্ত দেখায়। স্থানীয় লোকজনের প্রাণের দাবি এই পরিবার পরিকল্পনা কেন্দ্রের কার্যসমূহ নিয়মিতভাবে পরিচালনার জন্য নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সু-দৃষ্টি একান্তভাবে কামনা করেন।