জানা গেছে, সকালে কৃষক জাহাঙ্গীর আলমের পেঁয়াজের জমির নালায় অজ্ঞাত ব্যাক্তির গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম ও ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহিনুর ইসলাম সিদ্দিকী ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে রংপুর মর্গে পাঠিয়ে দেয়।
ওসি রেজাউল করিম জানান, নিহত যুবকের পরিচয় এখনও মেলেনি। আনুমানিক ৩০ বছর বয়সের ওই নিহতের পরনে কালো রংয়ের জিন্সের প্যান্ট, গায়ে ঘিয়া রংয়ের জ্যাকেট, হাতে গোলাপি রংয়ের গ্লোফস ও পায়ে জুতা-মোজা ছিল। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।
এদিকে রংপুর পুলিশের বি-সার্কেল সাইফুর রহমান সাইফ বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।