রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল আজ

নিজস্ব প্রতিনিধি, রংপুর: জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির সদস্য সচিব ও বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশন রংপুর জেলার সভাপতি এস এম ইয়াসীর আহম্মেদকে একদল সন্ত্রাসী কর্তৃক কুপিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ও মহা নগর জাতীয় পার্টি। বৃহস্পতিবারের সকাল- সন্ধ্যা হরতাল সফল ভাবে পালনের লক্ষ্যে গতকাল বুধবার সেন্ট্রাল রোডস্থ পার্টির কার্যালয়ে এক কর্মী সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া হরতাল সফল করতে নগরীতে মাইকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
জাতীয় পার্টি রংপুর কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জাপার আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জাপা নেতা রানা মারুফ মুকুল, জাহিদুল ইসলাম, লোকমান হোসেন,আবুল কাশেম, আব্দুর রহিম বাবলু, যুব নেতা কাজী জাহিদ হাসান লুসিড, জেলা শ্রমিক নেতা রাজু আহমেদ ও মহানগর যুব নেতা ইউসুফ আহমেদ, ওয়ার্ড নেতা তারিকুল ইসলাম তারিক, টিটু, আবুল কাশেম ও জেলা ওলামা পার্টির সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বৃহস্পতিবার রংপুরে জাতীয় পার্টির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য পার্টির সর্বস্তরের নেতা কর্মীদের আহবান জানিয়ে বলেন, জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির সদস্য সচিব এস এম ইয়াসীর আহম্মেদকে কুপিয়ে হত্যার চেষ্টা কারিদের অনুতিবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীর দাবীতে যে হরতাল আহবান করা হয়েছে। তা যথাযথভাবে পালন করতে হবে। যে যে যেখানে যে অবস্থায় থাকবেন সে সে সেখান থেকেই এ হরতালের কর্মসূচী পালন করবেন।
উল্লেখ্য গত শুক্রবার দুপুরে মুন্সিপাড়া কবরস্থানে বাবার কবর জিয়ারত করার সময় পিছন থেকে একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে আহত করে। বর্তমানে তিনি রেমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন রয়েছেন।

Comments (0)
Add Comment