মস্কোর কাছে সামরিক বিমান বিধ্বস্তে ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি এএন-২২ মডেলের সামরিক মালবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলটসহ বিমানের ৭ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইভানোভো জেলায় এই দুর্ঘটনা ঘটে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর মেরামতের শেষে পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিমানটি একটি জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Comments (0)
Add Comment